HDD

Hard Disk Drive (HDD)

 

Hard disc PNG, hard drive PNG images free download, HDD PNG

 

 

 

 

 

 

 

 

1956 সালে IBM  Company সর্বপ্রথম HDD (Hard Disk Drive) হার্ড ডিক্স  ড্রাইব উদ্ভাবন করেন। 1960 সালে কম্পিউটারের দ্বিতীয় সংরক্ষণ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীর প্রায় ২০০ টিরও বেশি কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করছে। এর মধ্যে উল্লেখ যোগ্য কিছু কোম্পানি হলোঃ 

১। সিগেট (Seaget)

২। তোশিবা (Toshiba)

৩। ওয়স্টার্ন ডিজিটাল (Western Digital-WD)

৪। স্যামসাং (Samsung)

৫। হিটাচি (Hitachi)

৬। এডাটা (Adata) ইত্যাদি

 

আধুনিক হার্ড ডিস্ক এর দুটি গঠন দেখা যায়। 

১। ৩.৫ ইঞ্চি (ডেস্কটপ এর জন্য)

২। ২.৫ ইঞ্চি (ল্যাপটপ এর জন্য)

 

ব্যবহারের দিক থেকে HDD সাধারণত দুই ধরনের হয়। যথাঃ

১। পাটা (Pata)

২। ‍সাটা (Sata)

 

নিচে উপরোক্ত HDD হার্ড ডিস্ক ড্রাইব গুলো বর্ণনা করা হলোঃ

১। পাটা এইচডিডি (Pata HDD)

এটি প্রথমকার মডেল। অর্থ্যাৎ HDD (Hard Disk Drive) এই মডেলটি প্রথম তৈরি করা হয়। যেটি দেখতে নিচের চিত্রের মতো

Seagate 400GB 3.5 inch IDE HDD - View Specifications & Details of ...Amazon.com: IDE 40-Pin Male to Female Hard Drive Extension Cable 6 ...

 

এটিতে অনেকগুলো পিন থাকে যেটার মাধ্যমে কম্পিউটার এর সাথে Pata HDD এর সংযোগ দেওয়া হয়।

এবং এতে পাওয়ার দেওয়ার জন্যও ৪টা পিন থাকে যেটার সাথে পাওয়ার সাপ্লাই (Power Supply) সংযোগ দিতে হয়।

 

Sata HDD সাটা হার্ডডিস্ক ড্রাইভ।

এটি দ্বিতীয় মডেল। অর্থ্যাৎ Pata HDD এর পরের আপডেট মডেলটিই হচ্ছে Sata HDD. যেটি দেখতে নিচের চিত্রের মতোঃ

বাম পাশেরটিকে Sata HDD এবং ডান পাশেরটিকে Sata Data Cable বলে। এটি আধুনিক সংস্করণ।

এতে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাইতে কোন পিন থাকে না। এটি বর্তমান কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা হয়।

সাটা এইচডিডি তে কানেকশন দেওয়া অনেক সহজ হয়ে থাকে।